1. admin@chandpurjomin.com : chadpuromin :
  2. editor@chandpurjomin.com : edtr :
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১২:২০ পূর্বাহ্ন

হাজী লোকমান পাবলিক স্কুল ও দৈনিক চাঁদপুরজমিনের উদ্যেগে ঈদ সামগ্রী বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

নিজ্বস্ব প্রতিবেদক- চাঁদপুর।
  • আপডেটঃ রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
  • ৭৩ পড়েছেনঃ

চাঁদপুর সদর উপজেলার বাগাদী নানুপুর চৌরাস্তার মোড়ে আজ রবিবার সকাল ১১ টায় চাঁদপুর হাজী লোকমান পাবলিক স্কুল ও দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার উদ্যেগে ঈদ সামগ্রী বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাগাদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ( রোকনুজ্জামান রোকনের শিক্ষকা গুরু)
আব্দুল মতিন বকাউল।

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি, দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক, জাতীয় দৈনিক অনুপমা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক,
মো: রোকনুজ্জামান রোকন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা হাফিজি হুজুর রহমতুল্লাহ (আ:)
স্মৃতি সংসদের সদস্য সচিব হাফেজ মাওলানা মো: মনিরুল ইসলাম।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ্
নাসিমা বেগমের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সোনালি ব্যংক মতলবগন্জ শাখার অফিসার কাজী মোস্তফা কামাল বকাউল, চাঁদপুর জেলার সেচ্ছা সেবক লীগের নির্বাহী কমিটির সদস্য মো: সাজ্জাদ হায়দার পাটোয়ারী, হাজী লোকমান পাবলিক স্কুলের সহকারী শিক্ষিকা অনামিকা আক্তার,
সানজিদা সুলতানা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চৌরাস্তা বাজারের ব্যবসায়ী মো: দুলাল শেখ, মো: লুতু গাজী এবং অন্যান্য শিক্ষক/ শিক্ষীকাবৃন্দ।

অনুষ্ঠানের প্রধান অতিথী আব্দুল মতিন বকাউল বলেন, আজকের এই হাজী লোকমান পাবলিক স্কুলে আমাকে প্রধান অতিথী করে যত সম্মান দেখিয়েছেন আমি তা কোনো দিন ভুলবো না, এই স্কুলের ছাত্র/ছাত্রী ও শিক্ষক /শিক্ষিকাবৃন্দ স্কুলের সুনাম রক্ষার জন্য এই ধরনের ভালে কাজ সবসময় করে যাবেন আমি এই দোয়া করি, আজকের এই অনুষ্ঠানটি এতো সুন্দর ভাবে করেছেন তা সত্যিই প্রশংসার দাবিদার আমি এই স্কুলের উওর উওর ভবিষ্যত উজ্জ্বল হক এই কামোনা করি, স্কুলের পড়ালেখার পাশাপাশি হতদরিদ্রের মাঝে ঈদ সামগ্রী বিতরণ খুবই ভালো কাজ যা অন্যান্য স্কুলে দেখা যায় না, আমি আল্লাহর কাছে দোয়া করি রোকনুজ্জামান রোকন যেনো এই ধরনের ভালো কাজ গুলি সবসময় করতে পারেন, তিনি আরও বলেন কিভাবে প্রতিটা শিশুকে আর্দশ মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে হয়, মোবাইল ফোন শিশুদের থেকে দূরে রাখতে কেননা মোবাইল ফোন ব্যবহারের মাধ্যমে শিশুদের বিকাশের বাধা পরে, আরও অনেক মূল্যবান কথা আামাদের মাঝেন রাখেন তিনি।

শেয়ার করুন

আরও পড়ুন
All Rights Reserved ©2024
Theme Customized By LiveTV