1. admin@chandpurjomin.com : chadpuromin :
  2. editor@chandpurjomin.com : edtr :
শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ০৭:৪২ অপরাহ্ন

ইসলামী হুকুমত ছাড়া বিজাতীয় তন্ত্র মন্ত্রে দেশে শান্তি আসবে না – হাবিবুল্লাহ মিয়াজী

নিজ্বস্ব প্রতিবেদক
  • আপডেটঃ রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ৩৫ পড়েছেনঃ

বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী বলেছেন, ইসলামী হুকুমত প্রতিষ্ঠা ছাড়া বিজাতীয় তন্ত্র মন্ত্রে দেশে শান্তি আসবে না। খেলাফত আন্দোলন এদেশে দ্বীন ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন। ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার আন্দোলন। গণমানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। মসজিদ-মাদ্রাসা প্রতিষ্ঠার আন্দোলন। নামাজ, রোজা, হজ, যাকাত যেমন ফরজ আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত তথা ইসলামী শাসন প্রতিষ্ঠার জন্য মেহনত করাও ফরজ। তাওবায় রাজনীতির প্রবর্তক মাওলানা মুহাম্মদুল্লাহ হাফেজ্জী হুজুর রহ, তার জীবদ্দশায় এদেশে বহু মসজিদ মাদ্রাসা ও খানকা প্রতিষ্ঠা করে দ্বীনি খেদমত আঞ্জাম দিয়েছেন। রাজনীতির ময়দানে এসেও হাফেজ্জী হুজুর তার আমল জারি রেখেছেন নফল পর্যন্ত ছাড়েননি।

তিনি বলতেন,অতীতে ভোট দিয়ে ফ্যাসিস্ট সরকার কায়েম করতঃ তাদের সহযোগিতা করার অপরাধ থেকে তাওবা করে ইসলামের পক্ষেখোদাভীরু সৎ লোকদেরকে ভোট দিতে হবে। গতকাল বাংলাদেশ খেলাফত আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে পুলেরঘাট বাজারে তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন। কিশোরগঞ্জ শহরের শহীদি মসজিদের সম্মানিত ইমাম জনাব আনজার শাহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত তাফসীরুল কোরআন মাহফিলে অন্যান্যের মধ্যে আলোচনা করেন, দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব জনাব মোঃ রোকনুজ্জামান রোকন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন,প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, ইঞ্জিনিয়ার মুফাসসির হোসাইন, খেলাফত যুব আন্দোলনের সাধারণ সম্পাদক মুফতি আমানুল্লাহ বসন্তপুরী। মাওলানা আবুল ফারুক, হাফেজ আবু হুরায়রা ফারুকী, মোঃ জাকির হোসেন ও অনেকে।

শেয়ার করুন

আরও পড়ুন
All Rights Reserved ©2024
Theme Customized By LiveTV