1. admin@chandpurjomin.com : chadpuromin :
  2. editor@chandpurjomin.com : edtr :
শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ০৭:৪০ অপরাহ্ন

হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান করেন খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী

নিজ্বস্ব প্রতিবেদক
  • আপডেটঃ শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ৩৮ পড়েছেনঃ

আজ শনিবার দুপুরে গাজীপুর জেলার মাওনা কেন্দ্রীয় মসজিদের দক্ষিণ পশ্চিম পাশে মাওনা শ্রীপুর এ অবস্থিত আল আইমান নুরুল কুরআন ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে ছাত্রদের মাঝে পাগড়ী প্রধান অনুষ্ঠানে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা হাফেজ মুফতি হাবিবুল্লাহ মিয়াজী।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী বলেন ,হযরত হাফেজ্জী হুজুর রহমাতুল্লাহি আলাইহি এদেশে ইসলাম হুকুমত প্রতিষ্ঠার জন্য মেহনত করে গেছেন এবং ১৯৮১ সালে তিনি খেলাফত আন্দোলন প্রতিষ্ঠা করেছেন । তিনি বলতেন, আমার লাশকে নিয়ে সামনের দিকে অগ্রসর হলে যদি খেলাফত আন্দোলনের লাভ হয় তোমরা আমার লাশকে নিয়ে অগ্রসর হবে। হাফেজ্জী হুজুর রহমাতুল্লাহি আলাই বলেছেন যতদিন এদেশে কোরাআনি শাসন প্রতিষ্ঠান হবে ততদিন এ দেশের শান্তি আসবে না তাই তিনি গ্রামে গ্রামে মক্তব প্রতিষ্ঠার নির্দেশ দিয়েছেন।

গাজীপুর শ্রীপুরের আল আইমান নুরুল কুরআন ইসলামিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের যুগ্ম মহাসচিব মোঃ রুকোজ্জামান রোকন, কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, বাংলাদেশ খেলাফত আন্দোলন ফেনী জেলার আমীর হযরত মাওলানা গাজী মোঃ ইউসুফ।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন ঢাকা মহানগর আমির মাওলানা মাহবুবুর রহমান সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মুফাসসির হোসাইন মুক্তিযোদ্ধা ক্বারী মাসুদুল হক প্রমূখ ।

অনুষ্ঠান শেষে হিফজ সমাপনী ছাত্রদেরকে পাগড়ি প্রদান ও নতুন ছাত্রদেরকে কোরআন শরীফের সবক প্রদান করেন হাফেজ্জী হুজুর রহ এর নাতি মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী।

শেয়ার করুন

আরও পড়ুন
All Rights Reserved ©2024
Theme Customized By LiveTV