বাংলাদেশ খেলাফত আন্দোলনের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল করার লক্ষে সংগঠনের ফেনী জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) ফেনী জেলা শহরের তাকিয়া রোড সংলগ্ন অস্থায়ী কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা শাখার আমীর মাওলানা গাজী ইউসুফ।
তিনি তার বক্তব্যে বলেন, আল্লাহর জমিনে আল্লাহর হুকুম বাস্তবায়নের জন্য খেলাফত ব্যবস্থার বিকল্প নেই। এই খেলাফত প্রতিষ্ঠার জন্য হযরত হাফেজ্জী হুজুরের রেখে যাওয়া আমানত খেলাফত আন্দোলনে যোগ দিন।
এসময় তিনি আসন্ন প্রতিষ্ঠা বার্ষিকী সফল করার জন্য জেলা ও থানা পর্যায়ের সকল নেতাকর্মীদেরকে আহ্বান জানান।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সমন্বয়ক ও সিনিয়র নায়েবে আমীর মাওলানা আনোয়ারুল্লাহ ভূঁইয়া, জেলা সেক্রেটারি মাওলানা জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক মুফতী আলাউদ্দিন নূরী, সদর থানা আমীর মাওলানা ফরিদ উদ্দীন, জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুল হাকিম, মাওলানা ইলিয়াস, ফুলগাজী থানা উপদেষ্টা মাওলানা আলী আহমাদ ও ফুলগাজী থানা আমীর মাওলানা হুসাইন আহমাদ প্রমুখ।