সুইজারল্যান্ডের জেনেইভায় সম্প্রতি আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)’র গভর্নিং বডি এবং সংস্থাটির গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সাথে বৈঠকশেষে ফেরার পথে জেনেইভা এয়ারপোর্টে বাংলাদেশ সরকারের আইন উপদেষ্টা জনাব প্রফেসর ডক্টর আসিফ নজরুল মহোদয়ের সাথে কতিপয় দুষ্কৃতকারী যে অভব্য, অসৌজন্যমূলক, শিষ্টাচার বহির্ভূত ও ঔদ্ধত্বপূর্ণ আচরণ করতঃ উদ্দেশ্যমূলকভাবে ভিডিও রেকর্ড করে প্রচার করে, তা বাংলাদেশের দেশপ্রেমিক জনগণের পাশাপাশি বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের সিনিয়ার সদস্যদের তথা সিনিয়ার জেলা জাজদের গোচরে এসেছে।
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সিনিয়ার সদস্যগণ দুস্কৃতকারীদের উক্তরূপ আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে এবং দুষ্কৃতকারীদেরকে যথাশীঘ্র আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছে।
সিনিয়ার জাজগণ লক্ষ্য করেছেন যে, দুষ্কৃতকারীরা একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের অনুসারী এবং বাংলাদেশের পতিত ফ্যাসিস্ট সরকারের অনুগামী। প্রবাসে বাংলাদেশ এবং বাংলাদেশ সরকারের ভাবমূর্তি ক্ষুন্নকারী দুষ্কৃতকারীদের এহেন কার্যকলাপের দায় জেনেইভাস্থ বাংলাদেশ মিশন কর্তৃপক্ষ এড়াতে পারে না। সিনিয়ার জেলা জাজগণ এ ব্যাপারে তাদের বিরুদ্ধেও অনতিবিলম্বে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছে।
বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেন, সিনিয়ার জেলা জাজ সর্বজনাব মো. সাইফুল ইসলাম, মুন্সি মো. মশিয়ার রহমান, মো. নূরুল ইসলাম সান্টু, মো. রাফিজুল ইসলাম, সৈয়দ আজাদ সুবহানী, মো. আবদুল আউয়াল, মোহাম্মদ জিয়াউর রহমান, মোহাম্মদ মঞ্জুরুল হোসেন, মোহাম্মদ জুয়েল রানা, মো. রহিবুল ইসলাম, মো. হাসানুল ইসলাম, মো. শহীদুল ইসলাম, মো. মনির কামাল, শরীফ হোসেন হায়দার, রফিকুল ইসলাম, একিউএম নাসিরুদ্দিন, আল মাহমুদ ফায়জুল কবীর, মো. সোহেল আহমেদ।