1. admin@chandpurjomin.com : chadpuromin :
  2. editor@chandpurjomin.com : edtr :
শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ০৮:৩২ অপরাহ্ন

তারেক রহমানের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহার করে দেশে আনার জন্য আহ্বান

নিজ্বস্ব প্রতিবেদক
  • আপডেটঃ বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ৫১ পড়েছেনঃ

সোনালী ব্যাংক এমপ্রয়ীজ এসোসিয়েশন বি-৬৬৪ সিবিএ কেন্দ্রীয় নেতৃবৃন্দ নবনিযুক্ত এমডি মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাত করেন। সাক্ষাতকালে সিবিএ’র সভাপতি তার বক্তব্যে বলেন, খুনি হাসিনার পেত্বাত্বা বাহিনি সোনালী ব্যাংকে এখনও অবস্থান করছে। খুনি হাসিনার শ্বচরে অর্থনীতি প্রতিষ্ঠান থেকে যত টাকা লুষ্ঠন করেছেন আশা করি আপনার হস্তক্ষেপে লুষ্ঠনকৃত টাকা আপনার সহযোগীতায় আনা ব্যবস্থা করেন।

১৭ বছরের জঞ্জাল আপনি ও আমাদের কাছে অর্পিত হওয়ায় আশা করি আপনি এবং সিবিএ’র নেতৃবৃন্দের সমন্বয়ে পূর্বের ন্যায় সোনালী ব্যাংকের তিহ্য ফিরিয়ে আনতে সতেস্ট থাকব সভাপতি আরো বলেন, ব্যাংকের লুষ্ঠনকৃত টাকা ও অনয়িমের অভিযোগ সমস্ত প্রমাণ-দলিলাদি আমাদের কাছে রক্ষিত আছে। আপনাকে সহযোগীতা করতে প্রস্তুত। আপনার কর্মময় জীবন সম্পর্কে আমরা অবহিত ৷ আশা করি, আপনার মেধা-বুদ্ধি প্রখা দিয়ে সিবিএ’র সহযোগীতায় দেশের সর্ববৃহৎ বাণিজ্য ব্যাংক সোনালী ব্যাংকের গৌরবের এঁতিহায ফেরত আনতে বদ্ধপরিকর পরিশেষে জরুরী ভিত্তিতে আপনার নিকট পেশকৃত জরুরী ১৪ দফা দাবি সমূহ আপনার হস্তক্ষেপে বাস্তবায়ন হবে ইনশা-আল্লাহ সোনালী ব্যাংকে আমরা একমাত্র বৈধ সিবিএ (যৌথ দর কথষাকষি) সিবিএ হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম মন্ত্রণালয়ের স্বীকৃত সংগঠন সিবিএর নেতৃবৃন্দের গঠনমূলক দাবি যৌক্তিক বলে মাননীয় এমডি মহোদয় আশা করেন।

অদূর ভবিষ্যতে ব্যাংকের উত্তরোত্তর বৃদ্ধির আশা ব্যক্ত করেন। সিবিএ’র সভাপতি তার বক্তব্যে বলেন আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহার করে অবিলম্বে দেশে আনার ব্যবস্থা করার জন্য অর্ন্তবর্তীকালীন সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান ।

শেয়ার করুন

আরও পড়ুন
All Rights Reserved ©2024
Theme Customized By LiveTV