1. admin@chandpurjomin.com : chadpuromin :
  2. editor@chandpurjomin.com : edtr :
শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ০৮:১০ অপরাহ্ন

যারা মানুষের কল্যাণে পাশে দাঁড়ান তারাই মহৎ ব্যক্তি- বাগদীতে চক্ষু শিবির উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রসাশক মোহসীন উদ্দিন

নিজ্বস্ব প্রতিবেদক- চাঁদপুর।
  • আপডেটঃ রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ৫৯ পড়েছেনঃ

আজ রোববার বাগাদি নানুপুর চৌরাস্তা মোড়ে অবস্থিত চাঁদপুরজমিন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর উদ্যোগে এবং কুমিল্লা অন্ধ কল্যাণ সমিতির সার্বিক ব্যবস্থাপনায়, চাঁদপুরজমিন কমিউনিটি সেন্টারে চক্ষু চিকিৎসা শিবির উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের সুযোগ্য জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইয়াসির আরাফাত ,চাঁদপুর সদর থানার ওসি মোহাম্মদ বাহার উদ্দিন। জাতীয় দৈনিক অনুপমা ও দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক , চাঁদপুরজমিন হাসপাতালের ডায়াগনস্টিক এর চেয়ারম্যান, মোহাম্মাদ রোকনুজ্জামান রোকন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা কিন্ডারগার্ডেন অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি, বাগাদি দরবার শরীফের পীরজাদা মাওলানা মাহফুজুল্লাহ খান, দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার যুগ্ম সম্পাদক খোরশেদ আলম, চাঁদপুর অনলাইন প্রেস ক্লাবের সভাপতি শেখ মহসিন, চাঁদপুর সদর উপজেলার নানুপুর নানুপুরের পীর এ কেবলা আহমেদ উল্লাহ এর কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে উপস্থিত ছিলেন, আরো অনেক গণ্যমান্য ব্যক্তি এবং সাংবাদিকরা ।

অনুষ্ঠানে প্রায় ১২০০ রুগী উপস্থিত ছিলেন । জেলা প্রশাসক মোঃ মহসিন উদ্দিন বলেন এত সুন্দর পরিবেশে এই ধরনের মহৎ উদ্দেশ সত্যিই প্রশংসার দাবিদার, যারা মানুষের কল্যাণে পাশে দাঁড়ান তারাই মহৎ ব্যক্তি , সমাজের সবাই যদি এই ধরনের কাজ করে তাহলে আর আমাদের মধ্যে বৈষম্য থাকবে না বৈষম্য দূর হয়ে যাবে ইনশাল্লাহ, আত্ম মানবতার সেবায় আমরা সবাই এইভাবে এগিয়ে আসি। রোকনুজ্জামান রোকনের মত এরকম আরো সবাই সমাজের অসহায়দের পাশে এগিয়ে আসলে সমাজে আর কোন অভাব অনটন থাকবে না। তিনি আরো বলেন শতশত রোগীর উপস্থিতিতে বোঝা যাচ্ছে এখানের চিকিৎসা নিশ্চই ভালো হচ্ছে আর নয় এত রোগীর উপস্থিতি হতো না। আমি এই আয়োজনকে ধন্যবাদ জানাই, প্রশাসনের পক্ষ থেকে ভালো কাজে সব সময় সহযোগিতা থাকবে।

অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসির আরাফাত বলেন এ ধরনের ভালো কাজগুলো সমাজের সবাই করার চেষ্টা করি তাহলে দুনিয়াও আখেরাতে ভালো থাকা যাবে। আমি এই আয়োজনকে ধন্যবাদ জানাই। রোকনুজ্জামান রোকন সব সময় মানুষের কল্যাণে কাজ করেন এটা আমি অতিতেও দেখেছি। সমাজে যারা বিত্তবান আছেন রোকনুজ্জামানের মত সবাই এগিয়ে আসুন তাহলে এই দেশ অনেক সুন্দর হয়ে যাবে। আমি এই আয়োজন কে ধন্যবাদ জানাই।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিভিন্ন স্থান থেকে আগত রোগীদের সাথে প্রধান অতিথি ও বিশেষ অতিথি কথা বলেন ও রোগীদের সেবা দিচ্ছেন ডাক্তাররা ঘুরে ঘুরে দেখেন জেলা প্রশাসক এবং অতিরিক্ত পুলিশ সুপার তা দেখে সন্তুস প্রকাশ করেন।

শেয়ার করুন

আরও পড়ুন
All Rights Reserved ©2024
Theme Customized By LiveTV