দক্ষ যুব গড়বে দেশ – বৈশম্যহীন বাংলাদেশ এ স্লোগানে চাঁদপুরে জাতীয় যুব দিবস ২০২৪ উদযাপন করা হয়েছে। পহেলা নভেম্বর সকাল ১০ টা থেকে চাঁদপুর জেলা প্রসাশন ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে যুব ভবনের হলরুমে জেলার শ্রেষ্ট উদ্ধোক্তা ও সংগঠক হিসেবে মো: মনির হোসেন সজীবের হাতে সনদ, ক্রেস্ট ( উদ্ধোক্তা ও সংগঠক হিসেবে ২ টি আলাদা ভাবে) তুলে দেন জেলা প্রসাশক মোহাম্মদ মোহসিন উদ্দিন।
এ অনুস্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মহসীন উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রসাশক মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাশেদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার সাখায়াত জামিল শৈকত, সদর উপজেলা সহকারী কমিশনার(ভুমি) ইমরান খান, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ ফখরুল ইসলাম উপ- পরিচালক জেলা যুব উন্নয়ন অধিদপ্তরে।
উল্লেখ্য: মো: মনির হোসেন সজীব চাঁদপুর জেলার সদর উপজেলার ৯নং বালিয়া ইউনিয়নের মরহুম আবদুস ছাত্তার শেখ ও মরহুমা মমতাজ বেগমের ২য় ছেলে। তিনি চাঁদপুর থেকে প্রকাশিত চাঁদপুরজমিন পত্রিকার নির্বাহী সম্পাদক, জেলার নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংঘঠন চাঁদপুর ডেভেলপমেন্ট অর্গানাইজেশানের চেয়ারম্যান, এবং বঙ্গরাজ কোম্পানী লিমিটেডের ব্যাবস্থাপনা পরিচলক।