দক্ষ যুব গড়বে দেশ – বৈশম্যহীন বাংলাদেশ এ স্লোগানে চাঁদপুরে জাতীয় যুব দিবস ২০২৪ উদযাপন করা হয়েছে। গতকাল পহেলা নভেম্বর সকাল ১০ টা থেকে চাঁদপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে বিভিন্ন কর্মসুচির মাধ্যমে যুব দিবস পালন করা হয়।
চাঁদপুর জেলা প্রসাশন ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে যুব র্যালি, যুবঝ্রিনের চেক বিতরন,যুব সংঘঠকও আত্তকর্মীকে সনদ বিতরন ও ক্রেস্ট বিতরন,বৃক্ষ রোপন, স্বেচ্ছায় রক্ত দান, কর্মসুচি পালন করা হয়।
আজ সকাল ১০টায় যুব দিবসের কমর্সূচীর অংশ হিসেবে চাঁদপুর শহরের এস বি খাল পরিস্কার কর্মসুচি পালন করা হবে।এতে অংশ নেন বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা,এবং পৌর পরিচন্নকর্মীরা।
অনুস্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মহসীন উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রসাশক মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাশেদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার সাখায়াত জামিল শৈকত, সদর উপজেলা সহকারী কমিশনার(ভুমি) ইমরান খান, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ ফখরুল ইসলাম উপ- পরিচালক জেলা যুব উন্নয়ন অধিদপ্তরে।
অনুষ্ঠানে জেলা প্রসাশক মোহাম্মদ মোহসিন উদ্দিন বলেন-মাননীয় যুব ও ক্রিয়া উপদেস্ঠা মহোদয়ের নির্দেশনা মোতাবেক এ কর্মসূচী। প্রযায়ক্রমে শহরের সকল খাল ও জলাশয় পরিস্কার ও সংস্কার করা হবে।