ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার এবারের এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস -২০২৪ উপলক্ষে সচেতনতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২২অক্টোবর(মঙ্গলবার) সকাল সাড়ে ৯টায় চাঁদপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড (ভোকেশনাল)কলেজে,চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে ও বাংলাদেশ রোড় ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) চাঁদপুর এর সহযোগিতায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে চাঁদপুর জেলা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট একরামুল ছিদ্দিক এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। তিনি বলেন, দৌড়ে বা মোবাইল ফোনে কথা বলতে বলতে রাস্তা পার হবো না। এসময় তিনি শিক্ষার্থীদেরকে সড়কে চলাচলের বিষয়ে সচেতন ও সড়কের আইন মেনে চলতে শপথ বাক্য পাঠ করান।
দৌড়ে বা মোবাইল ফোনে কথা বলতে- বলতে কখনোই রাস্তা পার হবো না। রাস্তা অতিক্রম বা পার হওয়ার সময় প্রথমে ডানে তাকাবো, পরে বামে তাকাবো, পরে আবার ডানে তাকাবো, গাড়ির শব্দ শুনার চেষ্টা করে সাবধানে রাস্তা অতিক্রম বা পার হবো। রাস্তায় হাঁটার সময় সবসময় ফুটপাত ব্যবহার করবো, যেখানে ফুটপাত নেই সেখানে রাস্তার ডান পাশ দিয়ে সাবধানে হাঁটবো। তাড়াহুড়া করে গাড়িতে উঠা-নামা করবো না, গাড়িতে উঠতে “ডান পা” এবং নামতে “বাম পা” ব্যবহার করবো। শরীরের কোন অংশ গাড়ির বাইরে রাখবো না। হেলমেট ছাড়া কখনোই মোটরসাইকেল চালাবো না, হেলমেট ছাড়া মোটরসাইকেলে সহযাত্রী হবো না। মোটরসাইকেলে কখনোই এক জনের বেশি সহযাত্রী বহন করবো না। আমরা নারী যাত্রীরা মোটরসাইকেল বা রিক্সায় যাতায়াতের সময় কাপড় তথা শাড়ী বা ওড়না সাবধানে রাখবো। চালকের মনোযোগে বিঘ্ন ঘটে এমন কোন কাজ করবো না, চালক বা কন্ডাক্টরের সাথে খারাপ আচরণ করবো না। চলন্ত গাড়িতে কখনো হৈ-চৈ করবো না। আইন নিজের হাতে তুলে নিবো না, প্রয়োজনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাহায্য নিবো। কখনো মাদক স্পর্শ করবো না। সকল প্রকার মাদক-কে মন থেকে ঘৃণা করবো। আমরা আজকের এই প্রশিক্ষণ কর্মশালায় যা শিখলাম, তা আমাদের ছোট ভাই-বোন, বন্ধু ও পাড়া-প্রতিবেশীদের মধ্যে ছড়িয়ে দেবো এবং নিজেরা সবসময় মেনে চলবো।
বক্তব্যে জেলা প্রশাসক আরো বলেন, এই শপথ বাক্যটিকে অনেকেই সিরিয়াসলি নিয়োছো অনেকেই আবার নেয়নি। যারা সিরিয়াসলি নিয়োছো তারা শিক্ষা ও বাস্তব জীবনেও সিরিয়াসলি এবং রাস্তা ঘাটেও চলাফেরায় সিরিয়াসলি। যারা সিরিয়াসলি না তারা এর বিপরীত।
তিনি বলেন, শপথ বাক্যটি অনেক গুরুত্বপূর্ণ ছিল। এই শপথে যা বলা হয়েছে তার পুরোটাই সকলের জন্য পালন করা জরুরি। তোমরা একদিন বড় হবে, তোমরাও গাড়িতে চড়বে, গাড়ি চালাবে।
ড্রাইভারদের উদ্দেশ্যে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের সামনে গিয়ে হর্ন না দেওয়া যাবেনা। এটা মোটেও ঠিক নয়। ইউরোপের মধ্যে ড্রাইভারদের যথাযোগ্য সম্মান করে। কিন্তু বাংলাদেশে সেটি নেই বললেই চলে।তবে আমরা বিশ্বাস করি বাংলাদেশে যেভাবে এগিয়ে যাচ্ছে একদিন আমরাও সফল হবো।
নিরাপদ সড়ক আইন সকলের জানতে হবে। এটা শিক্ষার্থীদের দায়িত্ব, এই শপথ তোমরা নিয়েছো। তোমরা যেভাবে চাইবে, বাংলাদেশ সেভাবেই গড়ে উঠবে। আমরা তোমাদের পাশে আছি।
এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, জীবনটাকে সিরিয়াসলি নিতে হবে। বাবা মার অঙ্গীকার রাখতে হবে। আরো চর্চা করবে, বাজারে , পথে ঘাটে, স্কুল এন্ড কলেজ যেখানেই যাও সড়ক আইন মেনে চলবে। ড্রাইভারদের সাথে বেয়াদবি করবেনা, তাদের সাথে সর্বদা বিনয়ী আচরণ করবে। ড্রাইভাররা সড়ক আইন যানেন কিন্তু মানেন না, আর তোমরা আইন জানোনা কিন্তু তোমরা জানতে হবে এবং মানতে হবে মানার জন্য সেভাবে চলতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ও বক্তব্য রাখেন- চাঁদপুর জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব (পিপিএম)।
এছাড়াও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- চাঁদপুর বিআরটিএ অফিস কর্মকর্তা (এডি) মোঃ আনোয়ার হোসেন, চাঁদপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ মাহবুবুর রহমান, চাঁদপুর বিআরটিএ অফিস কর্মকর্তা (ইন্সপেক্টর)মোঃ আফজাল হোসেন,চাঁদপুর জেলা আঞ্চলিক ব্যাবস্থাপক (ব্রাক) মোঃ সেলিম মোল্ল, নিরাপদ সড়ক চাই চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক-শেখ মহিউদ্দিন রাসেল,চাঁদপুর জেলা বাস ও মিনি বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ শোয়েব উল্লাহ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, চাঁদপুর বিআরটিএ অফিস স্টাফ এস এম জিয়াউল হক, বিআরটিএ অফিসের অন্যান্য স্টাফসহ শিক্ষার্থীরা এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সাংবাদিক এম আর ইসলাম বাবু। অনুষ্ঠানের শেষে চাঁদপুর জেলা বিআরটিএ ও চাঁদপুর জেলা প্রশাসনের উদ্যোগে র্্যালি বের করা হয়।