1. admin@chandpurjomin.com : chadpuromin :
  2. editor@chandpurjomin.com : edtr :
শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৫ অপরাহ্ন

চাঁদপুরে নাবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময়

নিজ্বস্ব প্রতিবেদক- চাঁদপুর।
  • আপডেটঃ শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৬ পড়েছেনঃ

চাঁদপুর জেলার নবাগত পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব পিপিএম এর সাথে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ সেপ্টেম্বর (শুক্রবার) বিকেলে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় চাঁদপুরের বিভিন্ন অনিয়ম ও পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সাংবাদিকরা তাদের বক্তব্যে পুলিশের কিছু সদস্যের সহায়তায় বড় যানবাহন থেকে চাঁদা উত্তোলন, কমিউনিটি পুলিশিং কমিটিতে রাজনৈতিক প্রভাবের অভিযোগসহ বিভিন্ন অনিয়মের কথা তুলে ধরেন। তারা আরও উল্লেখ করেন, স্বাধীনতার পর থেকে পুলিশের অনেক অর্জন রয়েছে, তবে গত ১৫ বছরে পুলিশের কিছু কর্মকাণ্ডের কারণে সেই ঐতিহ্য ম্লান হয়ে গেছে। সাংবাদিকরা পুলিশের ঐতিহ্য পুনরুদ্ধারের আহ্বান জানান।

চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত তার বক্তব্যে বলেন -পুলিশকে জনগণের প্রকৃত বন্ধু হিসেবে কাজ করতে হবে। দুর্নীতিগ্রস্ত পুলিশ সদস্যদের অপসারণ করে বাহিনীকে ঢেলে সাজাতে হবে। তিনি আরও বলেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে যেন কোনো দুষ্কৃতিকারী গোষ্ঠী মাথাচাড়া দিয়ে না উঠতে পারে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব তার বক্তব্যে সাংবাদিকদের সঠিক তথ্য যাচাই করে প্রতিবেদন করার অনুরোধ জানান। তিনি আরও বলেন, “কিশোরগ্যাং ও মাদককারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে এবং পুলিশ ক্লিয়ারেন্স, পাসপোর্ট ভেরিফিকেশনসহ অন্যান্য সেবা পাওয়ার ক্ষেত্রে কোনো অর্থ লেনদেন সহ্য করা হবে না।”

সভায় চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্তসহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরও পড়ুন
All Rights Reserved ©2024
Theme Customized By LiveTV