1. admin@chandpurjomin.com : chadpuromin :
  2. editor@chandpurjomin.com : edtr :
শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ০৮:১১ অপরাহ্ন

চাঁদপুরে ছাত্রদল নেতা আল আমিন মাঝির পিতার জানাজা অনুষ্ঠিত

নিজ্বস্ব প্রতিবেদক
  • আপডেটঃ শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৩ পড়েছেনঃ

চাঁদপুর জেলা সদর উপজেলার ১০ নং মডেল লক্ষীপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি, চাঁদপুর সদর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক মোঃ আল আমিন মাঝির পিতা মোহাম্মদ ফজলুর রহমান মাঝির জানাজা গতকাল ৬ সেপ্টেম্বর শুক্রবার জুম্মার নামাজের পর অনুষ্ঠিত হয়েছে। এর আগে, ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১০টা ১৫ মিনিটে তিনি চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জানাযায় অংশগ্রহণ করেন শেখ ফরিদ আহমেদ মানিক, সভাপতি, চাঁদপুর জেলা বিএনপি। ডিএম শাহজাহান, সহ-সভাপতি, চাঁদপুর জেলা বিএনপি। এডভোকেট জাহাঙ্গীর হোসেন খান,সাধারণ সম্পাদক চাঁদপুর সদর উপজেলা বিএনপি। মোঃ আফজাল হোসেন সিনিয়র সহ-সভাপতি, চাঁদপুর পৌর বিএনপি। আব্দুল কাদের বেপারী, কোষাধক্ষ্য, চাঁদপুর জেলা বিএনপি। শরিফ উদ্দিন পলাশ, প্রচার সম্পাদক, চাঁদপুর জেলা বিএনপি। হযরত আলী ঢালী, আহ্বায়ক, চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দল। ফয়সাল আহমেদ বাহার, সাংগঠনিক সম্পাদক, চাঁদপুর জেলা যুবদল। ঈমান হোসেন গাজী, সভাপতি চাঁদপুর জেলা ছাত্রদল। ইসমাইল হোসেন পাটোয়ারী, সাধারণ সম্পাদক, চাঁদপুর জেলা ছাত্রদল। শেখ মোঃ হাবিব, ছাত্রনেতা চাঁদপুর জেলা ছাত্রদল। উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা ছাত্রদলের সিনিয়র নেতৃবৃন্দ ও চাঁদপুর থানা ও পৌর ছাত্রদলের সিনিয়র নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

জানাজা শেষে মোহাম্মদ ফজলুর রহমান মাঝিকে তার দেওয়া জমিতে নির্মিত মসজিদের পাশেই দাফন করা হয়। তার মৃত্যুতে স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় সকলের দোয়া প্রার্থনা করেছেন।।

শেয়ার করুন

আরও পড়ুন
All Rights Reserved ©2024
Theme Customized By LiveTV