কচুয়ায় কোন ধরনের চাঁদাবাজি, ইয়াবা,মাদক রাজত্ব চলবে না, কচুয়ার মানুষ শান্তি প্রিয় আমরা সবাই মিলে কচুয়াকে শান্ত রাখার চেষ্টা করব বলেছন মোশারফ হোসেন মিয়াজি।
বিএনপি চেয়ারম্যান বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মদিন উদযাপন উপলক্ষে কচুয়া উত্তর বাজার পল্টন ময়দানের পথসভা রুপ নেয়া বিশাল জনসভায় আজ বিকাল ৩টায় বিএনপির কচুয়ার এমপি প্রার্থী মোশারফ হোসেন মিয়াজি এসব কথা বলেন,
তিনি আরো বলেন কচুয়ায় সন্ত্রাসী আর চাঁদা বাজদের ঠাই হবে না। বাস স্ট্যান্ড, সিএনজি স্ট্যান্ড এ কোন জিবি বানিজ্য হবে না।সংখ্যা লঘুদের পাহারা দিয়ে হলেও নিরাপদে থাকতে দিতে হবে।বাজারের ব্যবসায়ীদের নির্বিঘ্নে ব্যবসা করার সুযোগ করে দিতে হবে। আমরা বিএনপি, জামায়াত, হেফাজতে ইসলাম ঐকয়বদ্ধ আছি, কোন অশুভ শক্তি আর রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারবে না।চাঁদপুরের কচুয়া উপজেলা ও কচুয়া পৌরসভা বিএনপি’র উদ্যোগে আয়োজিত সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী সদস্য, মালয়েশিয়া বিএনপি’র সাধারণ সম্পাদক, চাঁদপুর জেলা বিএনপি’র উপদেষ্টা ও কচুয়া উপজেলা বিএনপি’র প্রধান পৃষ্টপোষক একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর -১ কচুয়া আসনে বিএনপি মনোনীত প্রর্থী মো: মোশাররফ হোসাইন।
গতকাল বেলা ৩টায় কচুয়া বাজারের পল্টন মাঠে পৌরসভা শাখা বিএনপি’র আহবায়ক মো: হাবিব উল্লাহ হাবিবের সভােতিত্বে অনুষ্ঠিত সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্য দান কালে এসব হুশিয়ারি উচ্চারণ করেন।সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কচুয়া উপজেলা বিএনপি’র সভাপতি ও চাঁদপুর জেলা বিএনপি’র সহ- সভাপতি কচুয়া পৌরসভার দুইবারের নির্বাচিত মেয়র মো: হুমায়ুন কবির প্রধান,
কচুয়া উপজেলা বিএনপি’র সদস্য সচিব মো: মঞ্জুর আহমেদ সেলিমের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে আরও বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক সাধারণ সম্পাদক এড. মো: মকবুল আহমেদ, যুগ্ম সদস্য সচিব, দুইবারের নির্বাচিত ৭ নং ইউপি চেয়ারম্যান মো: মিজানুর রহমান পাঠান, উপজেলা যুবদল আহবায়ক এড. মাসুদ প্রধানীয়া প্রমুখ। জনসভার আগে কচুয়া বিএনপির আহ্বায়ক ও কচুয়া পৌরসভার সাবেক দুইবারের মেয়র হুমায়ন কবিরের বাড়িতে নব গঠিত কমিটি পরিচিতি ও মত বিনিময়সভা অনুষ্ঠিত হয়।