ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলায় এখন পর্যন্ত ৩৮ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। এর মধ্যে প্রায় ৭০ শতাংশই নারী ও শিশু।
এই সংঘাতে পরিবার হারিয়েছে প্রায় ২০ হাজার শিশু।খবর পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের।
গাজার এসব অসহায় শিশুদের সহায়তার জন্য হাত বাড়িয়ে দিয়েছেন বিশ্বের অনেক তারকা। এবার এগিয়ে এসেছেন জনপ্রিয় আইরিশ অভিনেত্রী নিকোলা কফলান।
সামাজিকমাধ্যমের প্রচেষ্টায় ফিলিস্তিনি শিশুদের জন্য ২০ লাখ মার্কিন ডলার সংগ্রহ করে তা অনুদান দিয়েছেন তিনি।।।