1. admin@chandpurjomin.com : chadpuromin :
  2. editor@chandpurjomin.com : edtr :
শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ০৭:৪১ অপরাহ্ন

হবিগন্জে চুনারঘাট থানা পুলিশ কর্তৃক ১৭ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩

জেলা প্রতিনিধি- হবিগন্জ।
  • আপডেটঃ মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
  • ১১২ পড়েছেনঃ

হবিগন্জের চুনারুঘাট থানা পুলিশ কর্তৃক ১৭ কেজি গাঁজা সহ ০৩ জন আসামী গ্রেফতার

হবিগঞ্জ জেলার চৌকস ও বিচক্ষণ পুলিশ সুপার আক্তার হোসেন বিপিএম-সেবা মহোদয়ের নির্দেশনায় চলমান অভিযানের অংশ হিসেবে অফিসার ইনচার্জ হিল্লোল রায় এর সার্বিক তত্ত্বাবধানে এসআই(নিঃ) লিটন রায় সঙ্গীয় ফোর্সসহ ০২/০৭/২৪ খ্রিঃ বেলা ১৫.৫০ ঘটিকার সময় চুনারুঘাট থানাধীন চুনারুঘাট পৌরসভাস্থ সতং রোডস্থ সতং সিএনজি স্ট্যান্ডের সামনে পাকা রাস্তার উপর হতে আসামী ০১। মোঃ রুবেল মিয়া (২৭), পিতা- মৃত ফুরুখ মিয়া, সাং- বিরামচর, থানা- শায়েস্তাগঞ্জ, জেলা- হবিগঞ্জ, ২। মোঃ রাশেদ (৪২), পিতা- রফিকুল ইসলাম, সাং- চৈইতন কিলা, পাকুরিয়া ইউপি, থানা ও জেলা- শেরপুর, ৩। মোঃ ইব্রাহিম হোসেন (৩০), পিতা- মোঃ শাহআলম মিয়া, সাং- উত্তর বাঞ্চানগন, থানা ও জেলা- লক্ষীপুরদের এর হেফাজত হইতে ১৭ কেজি গাঁজা সহ একটি সিএনজি গাড়ী জব্দ তালিকা মূলে জব্দ করেন।

শেয়ার করুন

আরও পড়ুন
All Rights Reserved ©2024
Theme Customized By LiveTV