১৬/০৬/২০২৪ ইং তারিখ সময় রাত ১১:০৫ ঘটিকায় ঢাকা মেট্রো (উত্তর), মিরপুর সার্কেল কর্তৃক ডিএমপি হাতিরঝিল থানাধীন পশ্চিম রামপুরা বাংলাদেশ মাল্টিকেয়ার হাসপাতাল এর সামনে চট্টগ্রাম হইতে আগত রংপুর তারাগন্জ্ঞ গামী সৌখিন স্পেশাল পরিবহন থেকে অভিযুক্ত আসামী মোঃ হাসান (৬০) পিং মৃত মীর হোসেন সাং পুরাতন পল্লান পাড়া, থানাঃ টেকনাফ জেলাঃ কক্সবাজার এর দখল হইতে অবৈধ মিথাইল ত্র্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট ১২০০ পিস এবং ০১টি সীমসহ বাটন মোবাইল ফোন উদ্ধার পূর্বক ডিএমপি হাতিরঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬(১) এর সারণির ১০(ক) ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয় ৷