ঘূর্ণিঝড় ‘রিমাল’ মোকাবেলায় চাঁদপুর জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৬ মে ২০২৪ তারিখে ঘূর্ণিঝড় ‘রিমাল’ মোকাবেলায় চাঁদপুর জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব কামরুল হাসান মহোদয়ের সভাপতিত্বে জরুরি ভার্চুয়াল জুম সভার আয়োজন করা হয়।
চাঁদপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব বশির আহমেদ এর সঞ্চালনায় উক্ত সভায় ভার্চুয়ালি যুক্ত ছিলেন পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম (বার), স্থানীয় জনপ্রতিনিধিগণ, এনএসআই উপপরিচালক, রেড ক্রিসেন্টের প্রতিনিধি, বিজিবির প্রতিনিধি, কোস্ট গার্ডের প্রতিনিধি, দুর্যোগ ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও দুর্যোগ ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট জেলা ও উপজেলা পর্যায়ের অংশীজন।
উক্ত সভার জরুরি নির্দেশনাসমূহ:-
মোবাইল নেটওয়ার্ক ব্যবস্থা অব্যাহত রাখা, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা নির্বিঘ্ন রাখা, শুকনো খাবারের প্যাকেট প্রস্তুত রাখা, গবাদি পশুপাখি নিরাপদ আশ্রয়ে রাখা, সকল উপজেলায় ব্যাপক প্রচার-প্রচারণা চালানো ও মাইকিং করা,
চরাঞ্চলের মানুষদের আশ্রয়কেন্দ্রে নিতে সমস্যা হলে পুলিশি সহায়তা নেয়া, দুর্যোগকালীন সময়ে আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশকে সতর্ক অবস্থানে থাকা, স্বেচ্ছাসেবক টিম প্রস্তুত রাখা, সকলের সম্মিলিত সহযোগিতা অব্যাহত রাখা সহ দুর্যোগ পূর্ব, দুর্যোগকালীন ও দুর্যোগ পরবর্তী সকল ব্যবস্থা গ্রহণ করার উপর গুরুত্বারোপ করা হয়।