আজ ঢাকার সোনারগাঁও হোটেলে জাতীয় সংবাদপত্র পরিষদ সিএসপি কর্তৃক আয়োজিত পবিত্র মাহে রমজানের তাৎপর্য আলোচনা এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের মাননীয় ধর্মমন্ত্রী জনাব মোঃ ফরিদুল হক খান এমপি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় সংবাদপত্র পরিষদের সভাপতি মোঃ নুর হাকিম। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন জাতীয় সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিস আলী নান্টু, অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংবাদপত্র পরিষদের সহ-সভাপতি মোঃ মোস্তফা হোসেন চৌধুরী, কোষাধক্ষ্য মোঃ রোকনুজ্জামান রোকন, দপ্তর সম্পাদক অয়ন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মনোয়ার হোসেন সিদ্দিকী, যুগ্ন সাধারন সম্পাদক মোঃ রায় হোসেন টিপু সহ অন্যান্য।
অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মোঃ মহিউদ্দিন খান ফারুক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমানের সহধর্মিনী দৈনিক কালের বাণী পত্রিকার সম্পাদক ডাক্তার মির্জা নাহিদা হোসেন বন্যা সহ অন্যান্যরা